জুমবাংলা ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন মাস প্রতিদিন আট ঘণ্টা করে বিমান উড্ডয়ন এবং অবতরণ বন্ধ থাকবে। খবর বিবিসি বাংলার।
আগামী ডিসেম্বরের ১০ তারিখ থেকে মার্চের ১১ তারিখ পর্যন্ত রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে। খবর বিবিসি বাংলার।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান বলেছেন, বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজের অংশ হিসেবে দুইটি নতুন হাইস্পিড কানেকটিং ট্যাক্সিওয়ে বানানো হচ্ছে।
তিনি বলেন, কনস্ট্রাকশনের কাজ করা হবে রাতে, সে জন্য ডিসেম্বরের ১০ তারিখ থেকে মার্চের ১১ তারিখ পর্যন্ত প্রতিদিন আট ঘণ্টার জন্য বিমান চলাচল বন্ধ রাখা হবে।
এ সময়ে কোন বিমানের জরুরি অবতরণের প্রয়োজন হলে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করা হবে।
নির্মাণকাজ চলাকালে বিমানবন্দরের অন্যান্য নিয়মিত কাজের ওপর কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুইটি টার্মিনাল রয়েছে, যার আয়তন এক লাখ বর্গমিটারের মত।
তৃতীয় টার্মিনালের আয়তন দুই লাখ ৩০ হাজার বর্গমিটার।
এই টার্মিনালের নির্মাণকাজ ২০২০ সালে শুরু হয়েছে, যার নির্মাণকাজ ২০২৩ সালের মধ্যে শেষ হবে বলে জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।