জুমবাংলা ডেস্ক: পেট্রোম্যাক্স এলপিজি, নেদারল্যান্ডস ভিত্তিক এসএইচভি এনার্জি-এর অধিভুক্ত একটি প্রতিষ্ঠান যা, এলপিজি খাতে বিশ্বজুড়ে শীর্ষস্থানীয় এক অগ্রগণ্য নাম।
সম্প্রতি পেট্রোম্যাক্স এলপিজি বাংলাদেশে তাদের ডিস্ট্রিবিউটরদেরকে স্বাগত জানাতে হবিগঞ্জের প্যালেস লাক্সারি রিসোর্টে এক বর্ণাঢ্য কনফারেন্স আয়োজন করে যেখানে স্লোগান ছিল ‘Make a Difference with the Global LPG Leader’।
এসএইচভি এনার্জি বাংলাদেশে কার্যক্রম শুরু করার পর পেট্রোম্যাক্স এলপিজি’র সঙ্গে সংশ্লিষ্ট সিলিন্ডার ডিস্ট্রিবিউশন পার্টনারদেরকে উষ্ণ স্বাগতম জানানোর জন্যই মূলত এই কনফারেন্সটি আয়োজন করে।
এই কনফারেন্সের মাধ্যমে এসএইচভি এনার্জি, তাদের বিশ্বব্যাপী এলপিজি ব্যবসায়ের অভিজ্ঞতা, বিশ্বব্যাপী সরবরাহ নেটওয়ার্ক , পণ্যের নিরাপত্তা ও ব্যবসায়িক মূল্যবোধ সম্পর্কেও তুলে ধরে। কনফারেন্সে এর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান যুক্তরাজ্যের ক্যালর গ্যাস, তুরষ্কের ইপ্রাগ্যাজ, ব্রাজিলের সুপারগ্যাসব্রাস- এর সাফল্যের ইতিবৃত্ত তুলে ধরা হয় এবং ব্যবসায়ের প্রতিটি স্তরে নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তুলে ধরা হয়।
এছাড়া ২০২৩ এর নতুন বিজনেস স্ট্র্যাটেজি ও লক্ষ্য উপস্থাপনের সঙ্গে সঙ্গে পেট্রোম্যাক্স এলপিজি’র সাথে পার্টনারশীপ কিভাবে একজন ডিলার কে তার নিজের কাজের ক্ষেত্রে সাফল্য অর্জন করতে সহায়তা করবে তারও পরিষ্কার প্রতিফলন ছিল এই কনফারেন্সে।
এই কনফারেন্সে উপস্থিত ছিলেন, এসএইচভি এনার্জি -এর সিওও স্টিভেন সেলস, পেট্রোম্যাক্স এলপিজি’র সিইও মাসীহ নিয়াজি এবং এক্সিকিউটিভ ডিরেক্টর (সেলস ও মার্কেটিং) ফিরোজ আহমেদ।
এছাড়াও তুরষ্ক ও ব্রাজিলের অতিথি ডিলার ও বিক্রয় প্রতিনিধিগণ, পেট্রোম্যাক্স এলপিজি’র সকল ব্যবস্থাপনা কর্মকর্তা ও কর্মী এবং পেট্রোম্যাক্স এলপিজি’র দেশব্যাপী ২২০ জন ডিস্ট্রিবিউটর এই কনফারেন্সে যোগ দেন।
পেট্রোম্যাক্স এলপিজি’র সিইও মাসীহ নিয়াজি বলেন, ‘বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই কনফারেন্সে আমি আমাদের সিলিন্ডার পার্টনারদেরকে উষ্ণ স্বাগতম জানাতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের লক্ষ্য হচ্ছে, এই অনুষ্ঠানের মাধ্যমে ডিস্ট্রিবিউটরদের কে আগামী বছরের জন্য সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া। আমরা আমাদের যাত্রা শুরু করেছি এবং আমরা সামনের বছরগুলোতে এভাবেই এগিয়ে যাব।’
এসএইচভি এনার্জির সিওও স্টিভেন সেলস বলেন, ‘বাংলাদেশের ডিলারদের সঙ্গে আমাদের অত্যন্ত চমৎকার দুটি দিন কাটল। আমরা ডিস্ট্রিবিউটরদেরকে আমাদের প্রতিষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত জানিয়েছি, আমরা কিভাবে কার্যক্রম পরিচালনা করি, বিশ্ব পর্যায়ে আমাদের ব্যবসায়িক অবস্থান এবং একসাথে কাজ করে আমরা বাংলাদেশের জন্য কী করতে পারি তাও তুলে ধরেছি । আমাদের পরিকল্পনা সকলের সঙ্গে শেয়ার করতে পেরে আমি সন্তুষ্ট বোধ করছি I যেহেতু, আগামী বছর হবে পরিকল্পনা বাস্তবায়নের বছর, তাই সামনের দিনের লক্ষ্য হবে আমাদের ব্যবসার বিকাশ ঘটানোর ক্ষেত্রে উদ্ভাবন-নির্ভর ও গতিশীল পরিবেশ তৈরি করা আর সেই সঙ্গে আমাদের সবচেয়ে অভিজ্ঞ ডিলারদের সঙ্গে কার্যকর পার্টনারশিপ বিস্তৃত করা।’
এসএইচভি এনার্জি সারা বিশ্বে এলপিজির ক্ষেত্রে নেতৃত্বদানকারী একটি প্রতিষ্টান I এনার্জি খাতে ১২৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন নেদারল্যান্ডস ভিত্তিক এই প্রতিষ্ঠানটি বিশ্বের চারটি মহাদেশের ২৫ টি দেশে এলপিজি সরবরাহ ব্যবসার মাধ্যমে বাসা-বাড়ি, বাণিজ্যিক ও শিল্পখাত মিলিয়ে ৩০ মিলিয়ন গ্রাহককে সেবা দিয়ে যাচ্ছে।
এই গ্লোবাল প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক পর্যায়ে কাজ করলেও স্থানীয় বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে সর্বোচ্চ নিরাপত্তা সহকারে তাদের কার্যক্রম পরিচালনা করে যা এই শিল্পখাতে তাদেরকে শ্রেষ্ঠত্ব প্রদান করে। সর্বোচ্চ মানের গ্রাহক সেবা দেওয়ার মাধ্যমেই তাদের পছন্দের তালিকার শীর্ষস্থানে পৌঁছে এস এইচ ভি এনার্জি এলপিজি খাতে বিশ্বসেরা ও সবচেয়ে বড় কোম্পানিতে পরিণত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।