স্পোর্টস ডেস্কঃ লম্বা সময় পর ম্যানচেস্টার সিটির শুরুর একাদশে দেখা গেলো ডি ব্রুইনা ও আর্লিং হালান্ড জুটিকে। গত মৌসুমে ট্রেবল জেতাতে অবদান রাখা এ দুই তারকা চোটের কারনে একসাথে মাঠে নামতে পারেননি লম্বা সময় ধরে। তবে এ জুটিকে ছাপিয়ে ব্রেন্টফোর্ড কমিউনিটি স্টেডিয়ামে সবার দৃষ্টি কেড়ে নিলেন ফিল ফোডেন।
শুরুতে পিছিয়ে পড়লেও ২৩ বছর বয়সী মিডফিল্ডারের হ্যাটট্রিকে ব্রেন্টফোর্ডকে ৩-১ গোলে হারিয়েছেন সিটিজেনরা।
ম্যাচের ২১ মিনিটে নিল মপের গোলে এগিয়ে যায় স্বাগতিক ব্রেন্টফোর্ড। কিন্তু ব্যবধান ধরে রেখে বিরতিতে যেতে পারেনি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে সিটিকে সমতায় ফেরান ফোডেন। দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী হয়ে উঠেন এই ইংলিশ তারকা। ৫৩ মিনিটে ডি ব্রুইনার এসিস্টে থেকে করেন দ্বিতীয় গোল। ৭০ মিনিটে হালান্ড এর পাসে হ্যাটট্রিক পূরণ করেন ফোডেন। নিজের এমন পারফরম্যান্সে খুশি ফোডেন৷ ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘আমার পারফরম্যান্স নিয়ে সত্যিই আনন্দিত। যেভাবে খেলছি তাতেও আনন্দিত।’
এই দাপুটে জয়ে এ মৌসুমের প্রিমিয়ার লিগ টেবিলের লড়াইটাও জমিয়ে তুলল পেপ গার্দিওলার দল। আগের রাতে নিজেদের মাঠে লিভারপুলকে হারিয়ে তালিকার দুইয়ে উঠে এসেছিল আর্সেনাল। তবে ব্রেন্টফোর্ডের বিপক্ষে জয়ে গানারদের টপকে গেল সিটি। ২২ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে গতবারের চ্যাম্পিয়নরা। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে তিনে নেমে গেল আর্সেনাল। ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।