স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার পছন্দের সর্বকালের সেরা একাদশের অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনিকে বেছে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স।
আইপিএলের সেরা একাদশে চার বিদেশি ক্রিকেটারের মধ্যে নিজেকেও রেখেছেন ডি ভিলিয়ার্স। বাকি তিন বিদেশি ক্রিকেটার হলেন, বেন স্টোকস, রশিদ খান ও কাগিসো রাবাদা।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজে ধারাভাষ্যকার হার্শা ভোগলের সঙ্গে কথোপকথনের সময় ডিভিলিয়ার্স জানিয়েছেন, আমি এই দলের চার নম্বর ব্যাটসম্যান হিসেবে স্টিভ স্মিথ ও কেন উইলিয়ামসনের কথাও ভেবেছিলাম। তবে শেষ পর্যন্ত নিজেকেই বেছে নিয়েছি। ওদের পরিবর্ত হিসেবে রেখেছি।
এই দলের ওপেনার হিসেবে দিল্লি ডেয়ারডেভিলসের সাবেক সতীর্থ বীরেন্দ্র শেহবাগ ও মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মাকে বেছে নিয়েছেন ডি ভিলিয়ার্স। তার মতে, গত পাঁচ বছরে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার রোহিত।
তিন নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সতীর্থ বিরাট কোহলিকে রেখেছেন ডি ভিলিয়ার্স। পাঁচ নম্বরে স্টোকস। ৬ নম্বরে ধোনি। সাত নম্বরে রবীন্দ্র জাদেজা। আট নম্বরে আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ। এরপর যথাক্রমে ভুবনেশ্বর কুমার, রাবাদা ও জসপ্রীত বুমরাহ আছেন একাদশে।
এবি ডি ভিলিয়ার্সের আইপিএল একাদশ: বীরেন্দ্র শেহবাগ, রোহিত শর্মা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স/কেন উইলিয়ামসন/স্টিভ স্মিথ, বেন স্টোকস, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, কাগিসো রাবাদা ও জসপ্রীত বুমরাহ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।