কয়েক সপ্তাহ ধরে আলোচনায় ছিল ঋষভ শেঠির কন্নড় সিনেমা ‘কানতারা: চ্যাপটার ১’। এবার সেই জায়গা দখল করছে আরেক দক্ষিণি ছবি ‘ডুড’।
গত শুক্রবার (১৭ অক্টোবর) মুক্তির পর মাত্র চার দিনেই সিনেমাটি আয় করেছে ১১৫ কোটি টাকা, এমন তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস, ফিল্মি বিট সূত্রে।
কীর্তিস্বরণ পরিচালিত এই রোমান্টিক ড্রামেডি সিনেমায় অভিনয় করেছেন প্রদীপ রঙ্গনাথন, মমিথা বাইজু, সারথকুমার, রোহিনী, দ্রাবিড সেলভম, নেহা শেঠি ও সত্যা প্রমুখ।
মাত্র দুটি সিনেমাতেই দক্ষিণ ভারতের তরুণ দর্শকদের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন প্রদীপ রঙ্গনাথন। তার নতুন ছবি ‘ডুড’ মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে।
দেওয়ালি উৎসব উপলক্ষে মুক্তি পাওয়া ছবিটি নিয়ে দর্শকদের উচ্ছ্বাস দেখে অনেকেই বলছেন—দক্ষিণি ইন্ডাস্ট্রিতে আরও এক সুপারহিটের জন্ম হলো।
ছবির কাহিনি
দুই বন্ধু- আগন (প্রদীপ) ও কুরাল (মমিথা)-এর জীবনকে ঘিরে, যাদের সম্পর্কে মোড় আসে কুরাল যখন বিয়ের প্রস্তাব দেয়।
কী বলছেন সমালোচকেরা
হিন্দুস্তান টাইমসের রিভিউয়ে ছবির নতুন জুটি ও রোমান্টিক গল্পের প্রশংসা করা হয়েছে। ‘নির্মাতা অত্যন্ত নিখুঁতভাবে প্রচলিত রোমান্টিক ট্রপগুলো ব্যবহার করেছেন, তবে প্রয়োজনীয় ক্ষেত্রে স্টেরিওটাইপ উল্টে দিয়েছেন। ছবির সবচেয়ে ভালো দিক হলো, আপনি মনে করেন গল্পটা আপনি ধরতে পারছেন, কিন্তু চলমান সময় আপনার ধারণা প্রায়ই চ্যালেঞ্জের মুখে পড়ে’, লিখেছে গণমাধ্যমটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।