গোপাল হালদার, পটুয়াখালী : প্রশ্নফাঁসে জড়িত পিএসসি’র উপ-পরিচালক মো. আবু জাফর তার গ্রামের বাড়িতে প্রায় ৬০ শতাংশ জমির উপর একটি ডুপ্লেক্স বাড়ি নির্মাণের কাজ শুরু করেছিলেন। ইতোমধ্যে সেখানে নির্মাণ করেছেন একটি মাদ্রাসা ও মসজিদও।
বুধবার পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে তার গ্রামের বাড়িতে গিয়ে এই দৃশ্য দেখা যায়।
স্থানীয়রা জানায়, কলাগাছিয়া ইউনিয়নের মিয়া বাড়ির মৃত তোফাজ্জেল মিয়া ওরফে পোটকা মিয়ার ছোট ছেলে আবু জাফর। তোফাজ্জলে মিয়া একজন সাধারণ কৃষক ছিলেন। চার ভাই ও তিন বোনের মধ্যে আবু জাফর সবার ছোট।
কলাগাছিয়ার মিয়া বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির সামনে মিয়া বাড়ির নামে একটি মসজিদ ও পাশেই একটি হাফেজী মাদ্রাসা ও লিল্লাহ বডিং, যেটি আবু জাফর নির্মাণ করে দিয়েছেন। এছাড়া বাড়ির ভিতরে একটু পুরনো বাসা রয়েছে তবে এখানে একসময় আবু জাফরের পরিবার থাকলেও এখন সেটি পরিত্যক্ত।
এদিকে, মিয়া বাড়ির সামনে প্রায় ৬০ শতাংশ জমির চারপাশে দেয়াল দিয়ে ঘেরা। আর এর ভিতরেই একটি ডুপ্লেক্স বাড়ি নির্মাণের কাজ চলছে।
স্থানীয়রা জানায়, প্রায় তিন বছর আগে বাড়িটির নির্মাণ কাজ শুরু করেন আবু জাফর।
বোর্ডিংয়ের শিক্ষক হাফেজ মাওলানা ইমরান হোসেন বলেন, ‘এই মসজিদ ও মাদরাসার যাবতীয় খরচ আবু জাফর সাহেব করেন। আমরা জানি তিনি সচিবালয়ে চাকরি করেন।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন, কয়েকটি মাদ্রাসা এবং লিল্লাহ বোর্ডিংয়ের খরচ বহন করে আবু জাফর। বর্তমানে জাফরের একটি ডুপ্লেক্স বাড়ির কাজ চলমান আছে।
স্থানীয়রা আরও জানান, আবু জাফরের গ্রামের বাড়ি কলাগাছিয়া হলেও তিনি এখানে তেমন আসেননা। আগে তারা কলাগাছিয়া নদীর তীরে বসবাস করলেও পরে মিয়া বাড়িতে তারা স্থানান্তর হয়। বর্তমানে আবু জাফর স্ত্রী সন্তানদের নিয়ে ঢাকায় থাকেন। স্ত্রী ঢাকায় একটি কলেজের শিক্ষকতা করেন।
প্রশ্নপত্র ফাঁসে গ্রেপ্তার উপপরিচালক মো. আবু জাফর ও জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মো. আলমগীর কবির এবং পিএসসির কর্মচারী ডেসপাস রাইডার খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজেদুল ইসলামসহ পাঁচজনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে পিএসসি।
ওই পাঁচজনকে চাকরি আইন অনুসারে সাময়িক বহিষ্কার করা হয়েছে৷ তারা বিধি অনুসারে খোরপোষ ভাতা পাবেন৷
এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গ্রেপ্তার পিএসসির পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে তদন্ত করতে বুধবার দুর্নীতি দমন কমিশনে (দুদক) চিঠি দিয়েছে পিএসসি৷ ওই পাঁচ জন হলেন উপ-পরিচালক আবু জাফর ও জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক আলমগীর কবির, ডিসপ্যাচ রাইডার খলিলুর রহমান ও অফিস সহকারী সাজেদুল ইসলাম৷ তাদের সম্পদের বিষয়ে দুদককে জানাতেও বলেছে পিএসসি৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।