আন্তর্জাতিক ডেস্ক : মাত্র তিন বছর বয়সেই সামাজিক যোগাযোগের মাধ্যমে হিরো হয়ে গেল এক শিশু। নিজরে বয়সি এক শিশুকে পানিতে ডুবে যাওয়া থেকে উদ্ধার করেছে সে। শিশুটির উপস্থিত বুদ্ধির জন্য নেটিজেনরা তার প্রশংসা করছেন।
জানা গেছে, ব্রাজিলের পোলিয়ানা কনসোলে দে ওলিভেরা নামে এক নারী নিজের ফেসবুক পেজে সেই ঘটনার ভিডিও পোস্ট করেছেন।
ওই নারী জানিয়েছেন, ছেলে আর্থার তার বন্ধুকে পানিতে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে। পোলিয়ানা সেই ঘটনার একটি ভিডিও পোস্ট করেছেন, যা সিসি ক্যামেরায় ধরা পড়েছিল।
ভিডিওতে দেখা যায়, বাড়ির সামনে ছোট্ট সুইমিংপুলের পাশে খেলা করছে দুই শিশু। পুল থেকে একটি সুইমিং রিং টেনে তোলার চেষ্টা করছে তারা। ওই সময় আর্থারের বন্ধু পানিতে পড়ে হাবুডুবু খেতে থাকে। আর্থার ভয় পেয়ে পালিয়ে না গিয়ে হাত বাড়িয়ে দেয় বন্ধুর দিকে। বন্ধুর হাত ধরে টেনে তুলে আনে সুইমিংপুলের পানি থেকে।
পোলিয়ানা বলেছেন, যাদের বাড়িতে সুইমিংপুল এবং শিশু রয়েছে, তাদের সতর্ক হওয়া উচিত। যেন কোনোভাবে শিশুরা একা সেদিকে না চলে যায়। সূত্র : এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।