ডুমুরিয়ায় বজ্রাঘাতে দুই ভাইয়ের মৃত্যু

বজ্রাঘাতে দুই ভাইয়ের মৃত্যু

জুমবাংলা ডেস্ক : খুলনার ডুমুরিয়ায় বজ্রাঘাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে সেনপাড়া গ্রামে মাছের ঘের থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বজ্রাঘাতে দুই ভাইয়ের মৃত্যু

ওই দুই জন সেনপাড়া গ্রামের মলঙ্গী বাড়ির মৃত হাছেন মলঙ্গীর ছেলে নাজমুল মলঙ্গী (৩০) ও এনামুল মলঙ্গী (২৫)।

শরাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি বজ্রাঘাতে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকালে নাজমুল ও এনামুল মাছের ঘেরে যান। রাতে তারা বাসায় না ফেরায় স্বজনরা তাদের খুঁজতে বের হয়। পরে ঘেরের পাশে তাদের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।তাদের শরীরে বজ্রাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে বিকালে বৃষ্টির সময় বজ্রাঘাতে তাদের মৃত্যু হয়েছে।