স্পোর্টস ডেস্ক : ডেঙ্গু জ্বরের কারণে প্রাক-মৌসুম ক্যাম্প থেকে ছিটকে গেছেন পাকিস্তান জাতীয় দলের পেসার শাহিন আফ্রিদি। হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে।
এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাক্তারি পরীক্ষায় ডেঙ্গু জ্বর ধরার পড়ার কারণে প্রাক-মৌসুমের ক্যাম্প থেকে বাদ দেওয়া হয়েছে পেসার শাহিনকে। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিশেষজ্ঞ ডাক্তারদের অধীনে চলছে তার চিকিৎসা।
এদিকে, ডান হাঁটুতে চোটের কারণে ক্যাম্পে যোগ দিতে পারেননি পাকিস্তানের ওপেনার ফখর জামান। বুধবার তার হাঁটুতে এমআরআই করানো হয়েছে।
গত ২০ আগস্ট সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হকের অধীনে লাহোরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্রাক-মৌসুম ক্যাম্প শুরু হয়েছে। চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।
আগামী ২৫ সেপ্টেম্বর করাচিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ শুরু হবে। এর পর ৫ অক্টোবর থেকে লাহোরে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের জন্য খেলোয়াড়দের প্রস্তুত করাই এই ক্যাম্পের উদ্দেশ্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।