জুমবাংলা ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন রাজধানীর ডেঙ্গু পরিস্থিতি ‘উদ্বেগজনক’ বলে স্বীকার করেছেন।ররিবার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ডেঙ্গু আক্রান্তদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
গত মাসে ঢাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাবের পর থেকেই তা ‘নিয়ন্ত্রণে’ আছে বলে দাবি করে আসছিলেন মেয়র সাঈদ খোকন।
ডেঙ্গু আক্রান্তের তথ্য নিয়ে সংবাদমাধ্যমে আসা প্রতিবেদন প্রত্যাখ্যান করার পাশাপাশি ডেঙ্গু নিয়ে ‘ছেলেধরার মতো গুজব’ ছড়ানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে থাকা ঢাকা দক্ষিণের মেয়র এবার সাংবাদিকদের বললেন, প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে।ডেঙ্গু পরিস্থিতি দিন দিন অবনতির দিকে
‘তবে আমরা জানপ্রাণ দিয়ে চেষ্টা করছি যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।সবার সম্মিলিত প্রচেষ্টায় অচিরেই আমরা নগরীকে ডেঙ্গুমুক্ত করতে সক্ষম হব।’
মেয়র সাঈদ খোকন হাসপাতালের পুরুষ ও শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্তদের খোঁজ নেন।ডেঙ্গুতে ভয় পাওয়ার ‘কিছু নেই’ বলে তাদের আশ্বস্ত করেন তিনি।
পরে ডেঙ্গু আক্রান্তের খবর দেয়ার পাশাপাশি সুস্থ রোগীদের তথ্য তুলে ধরতে সাংবাদিকের প্রতি আহ্বান জানান সাঈদ খোকন।
তিনি বলেন, ‘রোগী বৃদ্ধির খবর প্রকাশের পাশাপাশি সুস্থ হয়ে ফিরে যাওয়াদের খবর প্রকাশ করলেও ভালো হয়।এতে মানুষের মাঝে সুস্থ হয়ে ওঠার ব্যাপারে বিশ্বাস তৈরি হবে।’
আগামী সোমবার থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ‘অ্যারোসল’ সরবরাহের ঘোষণা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া, ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরিফ আহমেদসহ অন্যান্য কর্মকর্তা এবং হাসপাতালের চিকিৎসকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।