জুমবাংলা ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, দেশের ডেঙ্গু পরিস্থিতি ধীরে-ধীরে উন্নত হচ্ছে। তিনি আশা করছেন, ডেঙ্গু পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে।

ডেঙ্গু মোকাবেলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে এ কথা উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘এ ব্যাপারে সরকারের আন্তরিকতার অভাব আছে বলে আমরা মনে করিনা’।
জাতীয় পার্টির চেয়ারম্যান আজ রোববার বিকাল ৩ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসিএইচ) ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেখতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
তিনি বলেন,ডেঙ্গু আক্রান্তের ভয়াবহতা এখন কমে যাচ্ছে। তবে, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এটা বলা যাবেনা। সরকারকে এদিকে আরো দৃষ্টি দিতে হবে। ডেঙ্গু রোগির সংখ্যা আরো বাড়লে এটা হবে উদ্বেগজনক। তাই ‘আমরা চাইবো সরকার ডেঙ্গু মোকাবেলায় আরো উদ্যোগী হোক’।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা মো. নোমান মিয়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।