ডেঙ্গু জ্বর পরীক্ষার জন্য সরকার নির্ধারিত ফি ৫০০ টাকা। অথচ রোগীদের জিম্মি করে এই ফি সাড়ে চার হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে বরিশালের গৌরনদীর একটি বেসরকারি ক্লিনিকের বিরুদ্ধে। আর এ ক্ষেত্রে ক্লিনিকের মালিকের বক্তব্য হলো-‘সরকারি রেট সরকারি হাসপাতালে নেওয়া হবে। প্রাইভেট ক্লিনিকে হবে না।’
ক্লিনিক কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী টাকা না দেওয়ায় ডেঙ্গুর পরিবর্তে টাইফয়েড জ্বরের পরীক্ষা করা হয় বলেও রোগীর স্বজনরা জানান। অবশ্য পরে থানা পুলিশের হস্তক্ষেপে সরকার নির্ধারিত ফি গ্রহণ করে ওই রোগীর ডেঙ্গু জ্বর পরীক্ষা করতে বাধ্য হয়েছে ক্লিনিক কর্তৃপক্ষ। গত রবিবার রাতে গৌরনদী পৌরশহরের মৌরি ক্লিনিকে এ ঘটনা ঘটে।
উপজেলার মাহিলাড়া গ্রামের বাসিন্দা জাকির হোসেন জানান, তার ছেলে অরণ্যের শরীরে প্রচণ্ড জ্বর ওঠে। তার স্ত্রী আসমা আক্তার ছেলেকে নিয়ে ডেঙ্গু জ্বরের পরীক্ষা করানোর জন্য মৌরি ক্লিনিকে যান। এ সময় দায়িত্বরতরা অরণ্যের রক্ত নেওয়ার পর ডেঙ্গু পরীক্ষার জন্য সাড়ে চার হাজার টাকা দাবি করে। জাকির হোসেন বলেন, ক্লিনিক কর্তৃপক্ষকে সরকার নির্ধারিত মূল্য বলার পরও তারা তাদের দাবিতে অটল থাকে। পরবর্তীতে তার স্ত্রীর কাছে পুরো টাকা না থাকায় এক হাজার টাকা দিয়ে বাকি টাকা আনার কথা বলে চলে আসেন।
পরবর্তীতে রিপোর্ট আনতে গেলে তাকে টাইফয়েড জ্বরের রিপোর্ট ধরিয়ে দেওয়া হয়। বিষয়টি তাৎক্ষণিক গৌরনদী মডেল থানা পুলিশকে অবহিত করার পর পুলিশের হস্তক্ষেপে ডেঙ্গু জ্বরের পরীক্ষা করে সরকার নির্ধারিত ফি নিতে ক্লিনিক কর্তৃপক্ষ বাধ্য হয়েছে।
ক্লিনিকের মালিক মো. মুহিত শরীফ জানান, ডেঙ্গু, টাইফয়েডসহ অন্যান্য টেস্টের জন্য ক্লিনিকের রেট অনুযায়ী সাড়ে চার হাজার টাকা চাওয়া হয়েছে।
সরকার ডেঙ্গুর টেস্টের ফি নির্ধারণ করে দিয়েছে-স্মরণ করিয়ে দেওয়া হলে তিনি বলেন, ক্লিনিক তো সরকারি না যে সরকারি রেট নেওয়া হবে। এটা প্রাইভেট ক্লিনিক। সরকারি রেট সরকারি হাসপাতালে নেওয়া হবে, ক্লিনিকে হবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।