নিজস্ব প্রতিবেদক : সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিতকরণে ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা মনিটরিং সেল গঠন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
আজ শনিবার বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন এবং সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিতকরণে বিশেষজ্ঞ চিকিৎসক নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত এক সভায় এই মনিটরিং সেল গঠন করা হয়।
সভায় ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা মনিটরিং সেল-এর জন্য পাঁচ দফা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচিগুলো হলো- (ক) ৬৪টি জেলা মনিটরিং সেল গঠন (খ) জনসচেতনতা সৃষ্টি (গ) চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের কাজে উৎসাহিত করা (ঘ) সরকারের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট-এর ব্যবস্থা করা এবং (ঙ) সমস্ত জেলায় প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিশ্চিত করা।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মো. রশিদুল আলম, শ্রী মুকুল বোস ও চিকিৎসক নেতৃবৃন্দ।
মনিটরিং সেল-এর সদস্যদের নামের তালিকা :
আহ্বায়ক : ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
সদস্য : ডা. রোকেয়া সুলতানা, ডা. বদিউজ্জামান ভুঁইয়া (ডাবলু), ডা. এম ইকবাল আর্সলান, ডা. কনক কান্তি বড়–য়া, ডা. মোহাম্মদ মনিরুজ্জামান ভুঁইয়া, ডা. মোঃ ইহতেশামুল হক চৌধুরী, ডা. এম. এ আজিজ, ডা. শারফুদ্দিন আহমেদ, ডা. মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী, ডা. কামরুল হাসান খান, ডা. এম এ রউফ সরদার, ডা. এবিএম আব্দুল্লাহ, ডা. মোঃ কামরুল হাসান (মিলন), ডা. উত্তম কুমার বড়–য়া, ডা. খান আবুল কালাম আজাদ, ডা. ঝিলন মিয়া সরকার, ডা. শাহানা আখতার রহমান, ডা. এহসানুল কবির জগলুল, ডা. আলী আসগর মোড়ল, ডা. মোঃ জুলফিকার আলী (লেনিন) এবং ডা. সৈয়দ আতিকুল হক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।