Advertisement
বিনোদন ডেস্ক : ডেঙ্গু ও গুজবের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে মাঠে নেমেছেন শোবিজ অঙ্গনের শিল্পীরা। আজ মঙ্গলবার দুপুর ১২টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) সামনে মানববন্ধন করেন তারা। এটি যৌথভাবে আয়োজন করছে চলচ্চিত্র শিল্পী সমিতি ও ডিএমপি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, খোরশেদ আলম খসরু, শহীদুল আলম সাচ্চু, রোজিনা, জায়েদ, নিরব, কেয়া, আমান খান, সাঞ্জু জন, জয় চৌধুরী, বিপাশা কবির, ডিএমপি পুলিশ ও তেজগাঁও জোনের পুলিশ কর্মকর্তারা।
সংগঠনটির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘দেশে চলমান বিভিন্ন গুজব, গণপিটুনিতে মানুষ হত্যা এবং ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে এই আয়োজন। শিল্পীরা জাতির বিবেক। তাই বিকেকের তাড়নায় আমরা সাধারণ মানুষদের সচেতন করতে চাই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।