
জুমবাংলা ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে কমেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রতিদিন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হলেও তা আগের তুলনায় অনেক কম। এতে জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে।
রংপুর: রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত জেলায় ৫৮০ জন আক্রান্ত হলেও চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৫৫৩ জন।
নাটোর: নাটোরে কমেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৫ জন চিকিৎসা নিলেও গত ২৪ ঘণ্টায় নতুন করে কারো আক্রান্তের খবর পাওয়া যায়নি।
পটুয়াখালী: পটুয়াখালীতে ডেঙ্গু পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। গত ২৪ ঘণ্টায় ১১ জন নতুন রোগীসহ চিকিৎসা নিচ্ছেন ৪৯জন।
টাঙ্গাইল: টাঙ্গাইলেও কমেছে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা। জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ৪৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। রোগীর চাপে কয়েকদিন আগে জেনারেল হাসপাতালে কীটের সংকট দেখা দিলেও বর্তমানে পর্যাপ্ত পরিমাণে কীট রয়েছে।
ফরিদপুর: তবে ফরিদপুরে বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ২৪ জন রোগী। এ পর্যন্ত এ জেলায় ১ হাজার ৬৩০জনের ডেঙ্গু সনাক্ত করা হয়। জেলায় এ পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে।
যশোর: যশোরে ২৪ ঘণ্টায় নতুন রোগী ৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, মোট চিকিৎসাধীন ২২৩ জন।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জেও আক্রান্তের সংখ্যা বেড়েছে। অতিরিক্ত রোগীর চাপে বিভিন্ন হাসপাতালের বেডে জায়গা না থাকায় মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।