রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে ডেটা সায়েন্সের ভূমিকা, সুযোগ এবং বাস্তবতা’ বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর। দু’দিনব্যাপি এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে পরিসংখ্যান বিভাগ। এতে অংশ নিচ্ছেন আন্তর্জাতিক ৪৩জন গবেষক।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. প্রভাষ কুমার কর্মকার।
সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান সভাপতিত্ব করবেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. ফজলে কবির এবং সমাপনী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী দপ্তরের এসডিজি বিষয়ক সমন্বয়ক আবুল কালাম আজাদ। সম্মেলনে বিশেষ অতিথি মি. সুরেন্দ্রনাথ চক্রবর্তী ও রাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, চৌধুরী মো. জাকারিয়া।
সম্মেলনে গবেষণা উপস্থাপনের নিবন্ধন শুরু ৩ অক্টোবর এবং রেজিষ্ট্রেশন শুরু আগামী ২ ডিসেম্বর। রেজিষ্ট্রেশনের জন্য সার্কভুক্ত দেশের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা ও এর বাইরে দেশের জন্য দুইশত ইউএসডি নির্ধারণ করা হয়েছে। এছাড়াও দেশীয়দের জন্য ২৫০০ টাকা, শিক্ষার্থীদের জন্য ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক মো. আইয়ুব আলী বলেন, আন্তর্জাতিক ও দেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধান এবং জাতিসংঘ রচিত এসডিজি লক্ষ্যমাত্রা কতটুকু বাস্তবায়ন করেছে তার উপর নির্ভর করে দেশের উন্নয়ন। সুতরাং সম্মেলনে দেশের সমস্য সমাধানে ভূমিকা রেখে ও জাতিসংঘ সূচক বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে অংশীদার হতে চাই পরিসংখ্যান বিভাগে বলে মন্তব্য করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।