স্পোর্টস ডেস্ক : ডেনমার্ককে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে উঠল অস্ট্রেলিয়া।
কাতারের আল জানুব স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের শেষ রাউন্ডে বুধবার ডেনমার্ককে ১-০ গোলে হারায় অস্ট্রেলিয়া। গোলটি করেন ম্যাথু লেকি।
এর আগে একবারই নকআউট পর্বে খেলেছিল অস্ট্রেলিয়া। ২০০৬ আসরে শেষ ষোলোয় খেলা তাদের সেরা সাফল্য।
২০১০ সালের পর প্রথমবার বিশ্ব সেরার মঞ্চে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল ডেনমার্ক। নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনায় থাকতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের জয়ের বিকল্প ছিল না।
একই সময় শুরু আরেক ম্যাচে ফ্রান্সকে ১-০ গোলে হারিয়েছে তিউনিসিয়া। ফ্রান্স ও অস্ট্রেলিয়ার সমান ৬ পয়েন্ট করে, গোল পার্থক্যে এগিয়ে গ্রুপ সেরা ফরাসিরা।
শেষের স্মরণীয় এক জয়ে ৪ পয়েন্ট নিয়ে তিনে থেকে আসর শেষ করল তিউনিসিয়া। চমক দেখিয়ে গত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে খেলা ডেনমার্কের পয়েন্ট স্রেফ ১।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।