জুমবাংলা ডেস্ক : দিনাজপুরের নবাবগঞ্জে ডেভিল হান্ট অভিযানে উপজেলার ৬নং ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে তাদের দিনাজপুরে আালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ৬নং ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আহসান কবির শামীম ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার সবুজ।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন বলেন, শেখ হাসিনার দেশত্যাগের পর গ্রেপ্তারকৃত দুই নেতা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। শুক্রবার রাতে বাড়িতে ফিরেছেন এমন সংবাদের ভিত্তিতে ‘অপারেশন ডেভিল হান্টে’র অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মামলার এজহারভুক্ত আসামি। তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।