Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : দেশজুড়ে করোনা পরিস্থিতির কারণে চলছে লকডাউন আর এর মধ্যেই ডেলিভারি বয় মুসলিম তাই তার কাছ থেকে মুদির সামগ্রী নিতে অস্বীকৃতি জানায় ভারতের মুম্বাইয়ের এক মহিলা। পরবর্তীতে ওই ডেলিভারি বয়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মহিলাকে গ্রেফতারও করেছে মুম্বাই পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, মুসলিম ডেলিভারি বয় গোলাপি সালোয়ার পরিহিত এক মহিলাকে তার অর্ডারকৃত পণ্য বুঝিয়ে দিতে চাইলে তিনি তা নিতে অস্বীকৃতি জানান। এরপর পুলিশের কাছে অভিযোগ করেন সেই কর্মী। ডেলিভারির বয়ের অভিযোগের পরই ওই মহিলাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



