জুমবাংলা ডেস্ক : রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল ডেসটিনি আ-আম জনতা পার্টি। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে এক অনুষ্ঠানের মাধ্যমে দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনকে দলের আহ্বায়ক হিসেবে ঘোষণা করা হয়।
২৯৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা
অনুষ্ঠানে ডেসটিনি আ-আম জনতা পার্টি’র পক্ষ থেকে ২৯৭ সদস্যের আহ্বায়ক কমিটির ঘোষণা দেওয়া হয়। দলটি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী এবং পরিবারভিত্তিক রাজনীতির বিপরীতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় বলে জানান রফিকুল আমীন।
৯ দফা কার্যক্রম ঘোষণা
আহ্বায়ক রফিকুল আমীন বলেন, ডেসটিনি আ-আম জনতা পার্টি’র মূল লক্ষ্য হলো শোষণ ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠন। তিনি জানান, দলটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, কৃষির উন্নয়ন, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা ও অর্থনৈতিক নিরাপত্তার বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।
আন্তর্জাতিক সম্পর্কের ন্যায্যতা ভিত্তিক দৃষ্টিভঙ্গি
রফিকুল আমীন বলেন, ডেসটিনি আ-আম জনতা পার্টি আন্তর্জাতিক পরিমণ্ডলে অন্য রাষ্ট্রের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
আগামীতে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় মানুষ : গোলাম রসূল
গণতান্ত্রিক রাজনীতির পথে জনগণের অধিকার নিশ্চিতের লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে ডেসটিনি আ-আম জনতা পার্টি। দলটির ৯ দফা কর্মসূচি ও ২৯৭ সদস্যের আহ্বায়ক কমিটির মাধ্যমে একটি শোষণমুক্ত রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে নতুন রাজনৈতিক এই শক্তি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।