আন্তর্জাতিক ডেস্ক : প্রেমিকা খুঁজে দেওয়ার আবেদন জানিয়ে প্ল্যাকার্ড হাতে রাস্তায় কাউকে কখনো ঘুরতে দেখেছেন? কিন্তু আসলে বিষয়টা ঠিক এরকমই। আর এর জেরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভারতের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের এক যুবক।
আলিপুরদুয়ারের সুমন সরকারের (২১) একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, যুবকের পরনে সাদা টি-শার্ট। পিঠে ব্যাগ, চোখে সানগ্লাস। হাতে একটি পোস্টার।
ওই পোস্টারে লেখা, ‘ডোনেট মি এ গার্লফ্রেন্ড’ অর্থাৎ ‘আমাকে একটা প্রেমিকা জোগাড় করে দিন।’ যুবকটি এভাবেই আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গায় পোস্টার বুকে ধরে ঘোরাফেরা করেন। স্বাভাবিকভাবেই যুবকের ছবি তোলেন অনেকে। কেউ আবার গোটা ঘটনার ভিডিও করেন। তা ছড়িয়ে দেন সোশ্যাল মিডিয়ায়। যুবকের কীর্তি দেখে ওঠে হাসির রোল।
কিন্তু কেন এই কাজ করলেন সুমন? সত্যিই কি প্রেমিকা খুঁজছেন? নতুনত্ব কিছু করলে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার দৌলতে সহজেই পৌঁছে যাওয়া যায় বহু মানুষের কাছে। সেই কারণেই এমন প্ল্যান বলেই দাবি যুবকের। সুমনের কথায়, ‘প্রেমিকা কে না চান? পেলে তো ভালোই হয়। ভিডিওর বদৌলতে প্রেমিকা জুটে গেলে মন্দ কী!’ কিন্তু শেষ পর্যন্ত তিনি প্রেমিকা পেয়েছিলেন কিনা তা জানা যায়নি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, ফ্রেসগুগলি নিউজ।
চাহিদা মেটাতে কোটি টাকা দিয়ে নীতা আম্বানি কিনলেন এই ডল, সমালোচনার ঝড়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।