স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপটা একদম কাছে থেকেও হাত থেকে ফসকে গেছে নিউ জিল্যান্ডের। ফাইনালে হেরে শিরোপা হাতছাড়ার কষ্ট ভালোভাবেই জানেন নিউ জিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। তার নেতৃত্বেই ২০১৫ সালের বিশ্বকাপের ফাইনালে গিয়ে শিরোপা খুইয়েছিল কিউইরা।
তবে এবারের কষ্টটা আরও বেশি, কারণ নির্ধারিত ওভারে জয়-পরাজয় নির্ধারিত না হওয়ার ম্যাচ সুপার ওভারে গড়ায়। সুপার ওভারেও যখন ম্যাচ টাই হয়, তখন বাউন্ডারির সংখ্যা অধিক থাকায় নিউ জিল্যান্ডকে কাঁদিয়ে শিরোপা জেতে ইংল্যান্ড। লর্ডসের ফাইনালটা মাঠে বসেই দেখেছেন ম্যাককালাম। এত কাছে থেকে উত্তরসূরিদের এমন হারে হৃদয় ভেঙে গেছে তার।
স্থানীয় গণমাধ্যমকে ম্যাককালাম বলেন, ‘এবারের ঘটনাটি আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছে। ভাগ্য ভালো যে ড্রেসিংরুমে তাদের জন্য বিয়ার ছিল। তাদের বিয়ার খাওয়ায় কষ্টটা কিছু ভুলে থাকতে পেরেছে। অন্যথায় তারা মানসিকভাবে আরো ভেঙ্গে পড়ত। অথচ তারা যেভাবে খেলেছে এবং যা করে দেখিয়েছে তা গর্ব করার মতো। এখনো ব্যর্থতার দগদগে ক্ষত তাদের তাড়িয়ে বেড়াচ্ছে। কিন্ত সময় যখন গড়াবে, মাস বা বছর পর তারা অনুধাবন করতে পারবে কী অসাধারণ খেলাই না তারা খেলেছে। তাও আবার সর্ববৃহৎ মঞ্চে। তারা যা খেলেছে তা এক কথায় দুর্দান্ত।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।