স্পোর্টস ডেস্ক : চার জাতি ফুটবল টুর্নামেন্টে মঙ্গলবার রাত ৯টায় কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। ফাইনালের আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় অথবা ড্র করলেই ফাইনাল নিশ্চিত বাংলাদেশের। ফাইনাল নিশ্চিত করতে আর মাত্র এক পয়েন্ট দরকার বাংলাদেশের।তাই এ ম্যাচে ড্র করতে পারলেই ফা্ইনালের স্বাদ পাবে লাল-সবুজের দল।
ফাইনালের আগে মঙ্গলবার রাত ৯টায় কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল।
চার জাতি ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী চার দলের মধ্যে র্যাংকিংয়ে সবচেয়ে এগিয়ে মালদ্বীপ (১৫৬তম)। মালদ্বীপের পরে রয়েছে বাংলাদেশ (১৮৭তম)। সিশেলস ১৯৯ এবং শ্রীলংকা ২০৪তম। কিন্তু সিশেলসের সঙ্গে ১-১ গোলে ড্র করলেও মালদ্বীপের বিপক্ষে ২-১ গোলের জয়ে চার পয়েন্ট নিয়ে গোল গড়ে এগিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ। সমান পয়েন্ট সিশেলসেরও। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান দ্বিতীয়।
টুর্নামেন্টের স্বাগতিক দল শ্রীলংকা নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের সঙ্গে ৪-৪ গোলে ড্র করে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে।ফাইনালে যেতে হলে মঙ্গলবার তাদের জিততে হবে। আর বাংলাদেশ ড্র করলে তাদের পয়েন্ট হবে পাঁচ। আর জিতলে তো কথাই নেই।
বাংলাদেশের পর্তুগিজ কোচ লেমোস বলেন, শুরু থেকেই বলে আসছি প্রতিটি ম্যাচ ভিন্ন। শ্রীলংকা খুবই ভালো দল। মালদ্বীপ ও সিশেলস ম্যাচটিও হবে ভিন্ন। এই ম্যাচের জন্য আমরা অন্যরকম প্রস্তুত নিয়েছি। এটা আমাদের শেষ ম্যাচ। ফাইনালে যেতে হলে আমাদের পয়েন্ট দরকার। তবে জয়ের জন্য প্রস্তুত আমরা।
এই ম্যাচের আগে ১৭ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলংকা। সেই দেখায় বাংলাদেশ জিতেছে ১১ ম্যাচে ড্র দুটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।