জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এর গবেষণা পরিচালক ড. মনজুর হোসেনকে সচিব পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলম স্বাক্ষরিত আজ সোমবারের প্রজ্ঞাপনে জানানো হয়, মনজুর হোসেনকে দুই বছরের জন্য এই নিয়োগ দেওয়া হয়েছে।
পেশাগত সম্পর্ক পরিত্যাগের শর্ত
প্রজ্ঞাপনে আরও বলা হয়, মনজুর হোসেনকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। এই শর্ত পূরণের ভিত্তিতে তিনি চুক্তিভিত্তিকভাবে সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
ড. মনজুর হোসেনকে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য হিসেবে সচিব পদমর্যাদায় দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। এই নিয়োগে তাঁর পূর্ববর্তী সব ধরনের কর্ম-সম্পর্ক পরিত্যাগের বিষয়টি উল্লেখযোগ্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।