
জুমবাংলা ডেস্ক : ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক অতিরিক্ত সচিব ড. মুশফিকুর রহমানকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) বদলি করা হয়েছে। তাকে দুদকের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এদিকে দুদকের মহাপরিচালক জহির রায়হানকে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে বদলি করা হয়েছে।
উপসচিব থাকাকালে ড. মুশফিক নেত্রকোনা জেলার ডিসি ছিলেন। এরপর যুগ্মসচিব পদোন্নতি পেয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন অনুবিভাগে কাজ করেছেন। অতিরিক্ত সচিব পদোন্নতি পাওয়ার পর তাকে ইসলামিক ফাউন্ডেশনের ডিজির দায়িত্ব দেওয়া হয়। এবার পেলেন দুদকের ডিজির দায়িত্ব।
অন্যদিকে দুই বছরের জন্য বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন ড. ইয়াহিয়া মাহমুদ। অবসরে যাওয়ার পর চুক্তিতে তাকে এ পদে নিয়োগ দিল সরকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


