বিনোদন ডেস্ক : কিছুদিন আগে চয়নিকা চৌধুরীর ‘বিশ্ব সুন্দরী’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। এরই মধ্যে শুরু হয়েছে ছবির শুটিং। গত ১৫ জুলাই নরসিংদীর শিবপুর এলাকায় ছবির শুটিং-এ অংশ নিয়েছেন এই নায়ক। আর তাকে একনজর দেখার জন্য এলাকার স্কুল কলেজের শিক্ষার্থীসহ ভিড় জমিয়েছেন হাজারও মানুষ!
সিয়ামের ফেসবুকে পোস্ট করা ২ মিনিটের বেশি একটি ভিডিও থেকে এমনটা দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, শুটিংরুম থেকে বের হয়ে আসছেন চিত্রনায়ক সিয়াম। আর তাকে এক নজর দেখতে বাইরে অপেক্ষা করছে শত শত শিক্ষার্থী ও গ্রামবাসী। সিয়ামকে বেরিয়ে আসতে দেখেই শিক্ষার্থীরা হইচই শুরু করে।
তার দিয়ে ঘেরা দেয়ালের ওপার থেকে হইহুল্লোড় আর চিৎকার চেঁচামিচি করে পুরো পরিবেশ মুহূর্তে জমজমাট করে তুলে উপস্থিত জনতা। এসময় উৎসুক শিক্ষার্থী ও গ্রামবাসীর ভিড় ঠেকাতে সেখানে কয়েকজন পুলিশকেও দেখা গেছে। দৃশ্যটি দেখে মনে হয়েছে, বলিউড তারকা শাহরুখ কিংবা সালমানকে দেখার জন্য যেভাবী ভিড় করেন ভক্তরা ঠিক তেমনই হয়েছে সিয়ামের ক্ষেত্র।
‘বিশ্ব সুন্দরী’ ছবিতে সিয়ামের নায়িকা পরীমনি। এ ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করছেন চম্পাচ, আনন্দ খালেদ, সীমান্তসহ অনেকেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।