Advertisement
লাইফস্টাইল ডেস্ক: বাঙালি মানেই খাদ্যরসিক। নতুন নতুন সুস্বাদু রান্না খেতে প্রত্যেক বাঙালিই পছন্দ করে। আর রান্না যদি তেল, মশলা দিয়ে বেশ কষিয়ে হয় তাহলে জমিয়ে খাওয়া যায়।
কথায় আছে, ‘মাছে-ভাতে বাঙালি’। তাই, অন্যান্য পদ আর যাই থাকুক না কেন, তার সাথে একটা মাছের পদ যোগ হওয়া চাই চাই। কারণ, বাঙালি কবজি ডুবিয়ে খেতে না পারলে, মনটা ঠিক শান্তি পায় না।
তাই, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ির একটি নতুন রেসিপি। খুব বেশি কঠিন কিছু না। সহজ কিছু উপাদান দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলা সম্ভব ঢাকাই ভুনা চিংড়ি।
দেখে নিন ঢাকাই ভুনা চিংড়ির রেসিপি-
উপকরণ:
- বাগদা চিংড়ি – চারটি
- সরিষা তেল- তিন টেবিল চামচ শ
- হলুদ গুঁড়ো- আধ চা চামচ
- ধনে গুঁড়ো- এক চা চামচ
- জিরে গুঁড়ো- এক চা চামচ
- মরিচের গুঁড়ো- এক চা চামচ
- নুন স্বাদমতো
- পেঁয়াজ বাটা- তিন টেবিল চামচ
- আদা বাটা- এক টেবিল চামচ
- রসুনবাটা- এক টেবিল চামচ
- পোস্ত বাটা- এক চা চামচ
- গরম মশলা গুঁড়ো- এক চা চামচ
- কাঁচা মরিচ- চারটি
- ধনেপাতা কুচি- এক টেবিল চামচ
কীভাবে বানাবেন:
- প্রথমে, কড়াইতে সরিষা তেল দিয়ে তাতে চিংড়ি মাছগুলো সামান্য ভেজে তুলে নিন।
- ওই একই তেলে রসুন, আদা, পেঁয়াজ বাটা ভাল করে কষিয়ে নিন।
- বাটিতে সব গুঁড়ো মশলা পানি দিয়ে মিশিয়ে ভাল করে পেস্ট তৈরি করে নিন।
- এরপর, কষিয়ে রাখা বাটা মশলার সঙ্গে পেস্টটি যোগ করুন এবং ভাল করে কষে নিন।
- এবার, মশলা থেকে তেল ছেড়ে এলে তাতে, চিংড়ি ও কাঁচা মরিচ দিয়ে ভাল করে নাড়ুন।
- এরপর পোস্ত বাটা দিয়ে ভাল করে মেশান। তারপর, চাপা দিয়ে দিন।
- হয়ে গেলে গরম মশলা গুঁড়ো ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন।
তথ্যসূত্র: বোল্ড স্কাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।