ঢাকায় অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ দেবে সার্কের প্রতিষ্ঠান

জুমবাংলা ডেস্ক : দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) প্রতিষ্ঠান সার্ক কৃষিকেন্দ্র (এসএসি) ঢাকায় অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ দেবে। অ্যাকাউন্টিং বা ফিন্যান্স বিষয়ে স্নাতক ডিগ্রি এবং কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। আন্তর্জাতিক বা আঞ্চলিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা এবং ট্যালি সফটওয়্যার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম: অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ১

যোগ্যতা: অ্যাকাউন্টিং/ফিন্যান্স বিষয়ে ভালো ফলাফলসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। আন্তর্জাতিক/আঞ্চলিক কোনো এজেন্সিতে চাকরির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। ট্যালি সফটওয়্যারের কাজ জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩০ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: সার্ক অ্যাগ্রিকালচার সেন্টার, ঢাকা

বেতন স্কেল: ১৬১ মার্কিন ডলার থেকে ৪৬৫ মার্কিন ডলার (যা বাংলাদেশি টাকায় প্রায় ১৯ হাজার ৫২৯ টাকা থেকে ৫৬ হাজার ৪০৪ টাকা)

সুযোগ–সুবিধা: মূল বেতনের ৫০ শতাংশ বাসাভাড়া, যাতায়াত ভাতা মাসে ৪০ ডলার, স্বাস্থ্য ভাতা মাসে ৪০ ডলার, সন্তানের শিক্ষা ভাতা বছরে ৫০০ ডলার (সর্বোচ্চ দুই সন্তান পর্যন্ত), বছরে একটি মূল বেতনের সমপরিমাণ উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধা আছে।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের ফটোকপি এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ডিরেক্টর, সার্ক অ্যাগ্রিকালচার সেন্টার, বিএআরসি কমপ্লেক্স, ফার্মগেট, ঢাকা–১২১৫।

আবেদনের শেষ সময়: ২ ফেব্রুয়ারি ২০২৫।

অবশেষে ইসরায়েলের মন্ত্রিসভায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন