রাজধানীতে পূর্ব শত্রুতার জেরে একাধিক মাদক মামলার আসামি মো. রুবেল ওরফে সিডি রুবেলকে (৩৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুরের রায়েরবাজারের ক্যানসার গলিতে এ ঘটনা ঘটে।
আহতের স্ত্রী তামান্না জানান, তার স্বামী ক্যানসার গলির পাশে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত রুবেলের ওপর হামলা চালায় এবং ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
তিনি আরও জানান, পরে রক্তাক্ত অবস্থায় রুবেলকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
ঢামেক হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে তামান্না জানান, তার স্বামীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল আলম গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পূর্ব শত্রুতার জেরে ঘটেছে। আহত রুবেলের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।
তিনি আরও বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।