জুমবাংলা ডেস্ক : ঢাকার অদূরে আশুলিয়ায় বন্যার পানিতে নৌকা ডুবে মা-মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের উনাইল এলাকায় এক বাড়ি থেকে ডিঙি নৌকায় করে আরেক বাড়ি যাওয়ার সময় এই নৌকাডুবির ঘটনা ঘটে।
নিহতরা হলো- আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের উনাইল এলাকার রাজমিস্ত্রি আব্দুর রাজ্জাকের স্ত্রী আছিয়া বেগম (২৭) ও তাঁর সাড়ে চার বছর বয়সী শিশুকন্যা।
স্থানীয় বাসিন্দা ডা. সোহেল আরমান জানান, গৃহবধূ আছিয়া ও তাঁর দুই শিশুকন্যাকে নিয়ে একটি ছোট ডিঙি নৌকায় করে নিজ বাড়ি থেকে একই এলাকায় পাশ্বর্বর্তী এক বাড়িতে যাওয়ার সময় বন্যার পানির তোড়ে হঠাৎ তাদের নৌকাটি ডুবে যায়। তখন স্থানীয়রা মা ও দুই শিশুকন্যাকে উদ্ধার করতে সক্ষম হলেও মারা যান মা আছিয়া বেগম ও তার সাড়ে চার বছরের শিশুকন্যা। তবে প্রাণে বেঁচে যায় আছিয়া বেগমের ছয় বছর বয়সী অপর এক কন্যাশিশু।
ধামসোনা ইউনিয়ের ২ নম্বর ওয়ার্ডে ইউপি মেম্বার আবদুল কুদ্দুস বলেন, নৌকা ডুবে মা-মেয়ের মৃত্যু হয়েছে। বিষয়টি থানায় অবহিত করে দাফনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।