ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজে চলছে রেজাউল হকের চিত্রকর্ম প্রদর্শনী

জুমবাংলা ডেস্ক: আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গালারিতে আজ (২০ অক্টোবর) বিকালে চিত্রশিল্পী রেজাউল হকের তৃতীয় একক চিত্রকর্ম প্রদর্শনী লিভিং অন দ্য এজ এর উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট মানবাধিকার কর্মী সুলতানা কামাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী মোহাম্মদ ইউনুস ও বীরেন শোম।

শিল্প রেজাউল হকের চিত্রগুলো মূলত দৈনন্দিন জীবনে মানুষের আবেগ ও অসাম্যের বহিঃপ্রকাশ। এই প্রদর্শনীতে তার আঁকা ছবিগুলি মানুষ এবং তাদের জীবন-সংগ্রাম, শোষণ, অধিকার, বৈষম্য, আশা এবং জীবনের বিভিন্ন গভীর উপলব্ধি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে।

প্রদর্শনীতে শিল্পীর নিজের আবিষ্কৃত কৌশল হিট কনভেকশন থিয়োরি প্রয়োগ করে (তাপে কাগজ পুড়িয়ে করা) ৪০টি কাজের পাশাপাশি চারকোল, মিশ্রমাধ্যম ও ড্রইং সহ ৪০টি শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে।

রেজাউল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে স্নাতক সম্পন্ন করেন ১৯৯৩ সালে।

শিল্পী তার কৌশল এবং বিষয়ভিত্তিক কাজের উপর ভিত্তি করে অসংখ্য পুরস্কার পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য পুরস্কার হল ইউরোপ ভিত্তিক সমসাময়িক আর্ট কিউরেটর ম্যাগাজিনের ‘ফেসস অফ দ্য পিস আর্ট প্রাইজ অ্যাওয়ার্ড ২০২২।

প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত থাকবে ৩১ অক্টোবর রবিবার ছাড়া প্রতিদিন ৩টা থেকে ৯টা।