বিনোদন ডেস্ক : বাংলাদেশে এসে পকেটমারির শিকার হয়েছিলেন অভিনেতা জিতু কামাল। দেশ রূপান্তরের সঙ্গে সাক্ষাৎকারে এমন কথাই বলেছেন এই অভিনেতা। সম্প্রতি মানুষ চলচ্চিত্র দিয়ে আলোচনায় আসা জিতু কামাল ২০১৭ সালে ঢাকার অমর একুশে বইমেলায় ঢুকতে গিয়ে পকেটমারির শিকার হয়েছিলেন।
সেসময় বেশ বেকায়দায় পড়ে গিয়েছিলেন। পরে চ্যানেল আইয়ের এক কর্মকর্তা ত্রাতা হিসেবে হাজির হন। সে সময় ক্রিকেট ম্যাচ খেলতে এসেছিলেন জিতু কামাল। তবে দেশ রূপান্তরকে ঢাকায় আসার ইচ্ছাও প্রকাশ করেছেন। সেই সাক্ষাৎকারে জিতু বলেন, এবার ঢাকায় অভিনেতা হিসেবে যাব।
জিত ও জিতু মিলে এবার পশ্চিমবঙ্গ কাঁপাচ্ছেন। তাদের মুক্তি পাওয়া মানুষ সিনেমাটি ভারতে ভালো ব্যবসা করছে। বাংলাদেশের পরিচালক সঞ্জ সমাদ্দার সিনেমাটি নির্মাণ করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।