জুমবাংলা ডেস্ক : বেশ কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমদিকেই রয়েছে ভারতের দিল্লি, পাকিস্তানের লাহোর ও বাংলাদেশের রাজধানী ঢাকা। তবে আজ ঢাকার বায়ুর মানের কিছুটা উন্নতি হয়েছে। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
শুক্রবার (১৪ মার্চ) সকাল পৌনে ৯টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৪৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ দশে রয়েছে ঢাকা।
একই সময়ে ২৬৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে ভারতের দিল্লি। ১৭২ স্কোর নিয়ে এরপরের অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। এছাড়া ১৬২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা, ১৫৯ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন, ১৫৫ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় শহর, ১৫৪ স্কোর নিয়ে ৬ষ্ঠ অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর। এছাড়া ১৫০ স্কোর নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে ভারতের আরেক শহর মুম্বাই। এছাড়া ১৪৯ স্কোর নিয়ে অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।