এই বৃষ্টিতে ঢাকার যানজটে বসে আছেন অনেকেই। চারিদিকে যতদূর চোখ যায় শুধু যানবাহন আর উপচে পড়া ভীড়! তবে স্বান্তনার বিষয় হলো, পৃথিবীর অনেক শহরেরই নিত্যদিনের দৃশ্য এটি। বাইরে বের হওয়ার আগে হরহামেশাই এই ট্রাফিক জ্যামের চিন্তায় হন্যে হয়ে থাকতে হয় আমাদেরকে। আমাদের মতো অনেক শহরেই রয়েছে এমন তীব্র ট্রাফিক জ্যাম। চলুন জেনে নেওয়া যাক সেসব শহর সম্পর্কে।
নিউ ইয়র্ক
যাঁরা ভ্রমণপিপাসু, তাঁদের উইশ লিস্টের ওপরের দিকেই জায়গা করে নেয় নিউ ইয়র্ক সিটি! জাদুকরী এই শহর নিয়ে জল্পনাকল্পনা আর আকর্ষণের যেমন অন্ত নেই, তেমনি মাঝে মাঝে এখানকার গাড়িঘোড়ার ভিড় দেখলেও মনে হবে যে এর বুঝি আর শেষ নেই। সময় পেরিয়ে যায় কিন্তু যানবাহন পেরোতে পারে না নিজের জায়গা থেকে। দেখে মনে হবে এ যেন থমকে থাকার শহর। এই শহরে বিশেষ করে ম্যানহাটান, ব্রডওয়ে ও ফিফথ অ্যাভিনিউয়ে এমন যানজট হয়, মনে হয় যেন ধৈর্যের পরীক্ষা চলছে!
মেক্সিকো
গ্রীষ্মের ছুটিতে ঘুরতে যেতে অনেকেই বেছে নেন মেক্সিকো সিটিকে।এই শহরের কৃষ্টি কালচার সম্পর্কে বিশদ ধারণা থাকলেও এখানকার ট্র্যাফিক জ্যাম নিয়ে ধারণা নিয়ে যান না অনেকেই। তাই জ্যামে পড়ে আক্কেল গুড়ুম অবস্থা হতে পারে । প্রায় ২১ মিলিয়ন জনবসতির এই শহরে জ্যাম থাকবে না, তা কি হয়? তাই সেখানে ঘুরতে গিয়ে কোনো দর্শনীয় স্থান দেখতে যাওয়ার আগের দিন রাতেই ঠিক করে নিতে পারেন কয়টা সময় হোটেল বা রিসোর্ট থেকে আপনার গন্তব্যের উদ্দেশ্যে রওনা করতে হবে। এছাড়াও কোন যানবাহনে করে কোন গন্তব্যে গেলে দ্রুত, সহজে এবং সাশ্রয়ী মূল্যে পৌঁছাবেন, তা আগে থেকে জেনে নেওয়া ভালো।
লন্ডন
সাহেব বাবুদের দেশ! এই দেশের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী লাল টেলিফোন, দোতলা লাল বাস, লন্ডন ব্রিজ আর বাকিংহাম প্যালেস হাজারো পর্যটকের আকর্ষণ। প্রতিবছর এই দেখতেই লন্ডন শহরে ভীড় জমান সবাই। কিন্তু এই শহরে যে দুর্বিষহ ট্র্যাফিক জ্যাম হয় তা কি জানেন? লন্ডন পুরনো শহর আর এখানকার সেকেলে ডিজাইন করা রাস্তাঘাটগুলো সরু। ফলাফল, উপচে পড়া ভীড়! লন্ডন অরবিটাল মটরওয়ে বা এম২৫ এর রাস্তা অফিসের সময়গুলোতে বেশি জ্যাম থাকে।
প্যারিস
ভালোবাসা, ফ্যাশন আর আইফেল টাওয়ারের শহর প্যারিস! সব মিলে যেন রূপকথার রাজ্যের মতো সাজানো শহর মনে হবে। কিন্তু সেখানকার ট্র্যাফিক জ্যাম দেখলে আবার মুহূর্তেই ফিরে আসবেন বাস্তবের জগতে! শহরের রাস্তাঘাট অলিগলি বেশ সরু হওয়ায় ট্র্যাফিক জ্যামে এক ঘণ্টারও বেশি সময় ধরে বসে থাকতে হতে পারে। তাই এই শহরে ঘোরাঘুরি বা কাজের জন্য হাতে বেশ ভালো সময় নিয়েই বের হওয়া চাই।
শিকাগো
আকাশচুম্বী দালানকোঠায় ঠাসা যুক্তরাষ্ট্রের আরেক শহর শিকাগো! যেদিকেই চোখ যাবে শুধু নান্দনিক স্থাপনাশিল্প। কিন্তু রাস্তায় ভিড়ের বেহাল দশা। যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরেও বেশ যানজট হয়। সারি সারি গাড়ি যেন সময়কে থমকে দাঁড়িয়ে থাকে ঘণ্টার পর ঘণ্টা। তাই শিকাগোর রাস্তাঘাটে বের হওয়ার আগে অবশ্যই ট্রাফিক আপডেট বা ট্রাফিক ট্র্যাকার দেখে বের হওয়াই ভালো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।