জুমবাংলা ডেস্ক : ঢাকার পূর্ব রাজাবাজারে যে মঙ্গলবার মধ্যরাত থেকেই লকডাউন জারি করা হচ্ছে, সে্ই খবর এবার খোদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাছ থেকেই এসেছে।
Advertisement
এক বিজ্ঞপ্তিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জানিয়েছে,মঙ্গলবার রাত ১২টার পর থেকে অর্থাৎ বুধবার থেকে পরীক্ষামূলকভাবে লকডাউন করা হবে।তারা জানিয়েছে, কোভিড-১৯আক্রান্ত রোগীর সংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণে এসিদ্ধান্ত নেয়া হয়েছে।
লকডাউনের সময় পূর্ব রাজাবাজারে ঢোকা এবং বের হওয়ার জন্য একটাই রাস্তা থাকবে। ভেতরে সব ধরণের যান চলাচল বন্ধ থাকবে। লোকজনের চলাচলও সীমিত রাখা হবে। বাইরের লোক ভেতরেঢুকতে পারবেন না এবং ভেতরের লোক বাইরে যেতে পারবেন না।লোকজনকে অনলাইনে খাবার এবং ঔষধ কিনতে হবে, তবে সেগুলো ঘরে ঘরে পৌঁছে দেয়ার জন্য প্রশিক্ষিত কর্মী বাহিনী তৈরি করা হয়েছে বলে জানাচ্ছে সিটি কর্পোরেশন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।