জুমবাংলা ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য ঢাকা মহানগরী উত্তরের সাতটি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মধ্যে দলটির আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনের প্রার্থী হবেন। বিষয়টি জামায়াতের একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে।
ঢাকা মহানগরী উত্তরের বিভিন্ন সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন― ঢাকা-১১ আসনে অ্যাড. আতিকুর রহমান, ঢাকা-১২ আসনে সাইফুল আলম খান মিলন, ঢাকা-১৩ আসনে মো. মোবারক হোসাইন ও ঢাকা-১৪ আসনে ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান।
এছাড়া ঢাকা-১৫ আসনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, ঢাকা-১৬ আসনে অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন ও ঢাকা-১৮ আসনের জন্য অধ্যক্ষ আশরাফুল হককে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছে দলটি।
ঠাকুরগাঁও হবে নেপাল, ভুটান ও ভারতের বাণিজ্যিক কেন্দ্র : দেলাওয়ার হোসেন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।