ঢাকাসহ দেশের ছয়টি বিভাগে আজ শনিবার বৃষ্টিপাত তুলনামূলক বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে রবিবার থেকে দেশে বৃষ্টি ক্রমান্বয়ে কমতে পারে এবং আগামী সপ্তাহের শুরুতে মৌসুমি বায়ু বিদায় নিলে দেশের বেশির ভাগ অঞ্চলই শুষ্ক হয়ে উঠতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে। এ কারণে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, ‘রোববার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অনেকটাই কমতে পারে। চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং সিলেট ও ঢাকা বিভাগের দু-একটি অঞ্চলে বৃষ্টি থাকতে পারে। আগামী ১৪ বা ১৫ অক্টোবর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা বিদায় নিলে বৃষ্টিপাত আরও কমে যাবে।’
গতকাল দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হয়েছে। ঢাকাসহ ফরিদপুরে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪২ মিলিমিটার, নারায়ণগঞ্জে ২৯ মিলিমিটার এবং মাদারীপুরে ২৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ঢাকায় ২৪ ঘণ্টায় ১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিনে বৃষ্টি কমতে থাকায় ছুটির সময় এবং দিনের বাইরে অধিকাংশ সময়ই শুষ্ক থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।