জুমবাংলা ডেস্ক: ঢাকায় বসবাসকারী পঞ্চগড় জেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে নিয়ে আত্মপ্রকাশ করেছে পঞ্চগড় জেলা সমিতি, ঢাকা।
আজ (১১ মার্চ) বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ১৩১ সদস্য বিশিষ্ট পঞ্চগড় জেলা সমিতির কমিটি গঠিত হয়।
সদ্য আত্মপ্রকাশ করা পঞ্চগড় জেলা সমিতির সভাপতি হিসেবে দুই বছরের জন্য দায়িত্ব পেয়েছেন সাবেক যুগ্ম সচিব মাহবুবুর রহমান ফারুকী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বরেণ্য কৃষিবিদ আব্দুর রহমান।
পঞ্চগড় জেলা সমিতির সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ‘দলমত নির্বিশেষে ঢাকায় বসবাসকারী পঞ্চগড়ের বিভিন্ন শ্রেণীপেশার মানুষদের এক প্লাটফর্মে আনতে জেলা সমিতির কার্যক্রম শুরু হলো। পঞ্চগড়ের সার্বিক উন্নয়ন এবং জেলার মানুষদের মধ্যে আন্তঃযোগাযোগ স্থাপনে জেলা সমিতি কাজ করবে।’
পঞ্চগড় জেলা সমিতিতে সহ-সভাপতি মনোনীত হয়েছেন প্রকৌশলী আইনুল হক, সাইফুল ইসলাম লাবু, মঈনুল হক, অ্যাড. তাহেরুল ইসলাম, আলিয়া মির্জা (মুন্নী), মশিয়ার রহমান, অধ্যক্ষ মনিরুজ্জামান, মুজিবর রহমান, মেজবাহুল হক, সারোয়ার মহসিন, আবু জাফর আনসারী এবং শামসুজ্জামান রনিক।
যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আব্দুস সালাম, জাহেদুল ইসলাম জুয়েল, আনোয়ার হোসেন, সাজ্জাদ হোসেন সাজু, নাহিদুজ্জামান, আবু সায়েম মো. তৌহিদুল, নবীন চন্দ্র রায়, নজরুল ইসলাম লাভলু, সায়েদ উল হাসান প্রধান সবুজ, খালেদ শামস প্রধান রুম্মান, আনজারুল ইসলাম আনু এবং মাখদুম মাসুম মাশরাফি যুক্তি।
সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আবু দেলওয়ার হোসেন রুবেল, মুক্তার হোসেন, মমতাজ করিম সুমন, শফিউল আলম, সাজ্জাদ হোসেন, রবিউল ইসলাম রবি, প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ লিও, অ্যাড. আহসান হাবিব সরকার এবং যাকারিয়া ইবনে ইউসুফ।
২০১৮ সালে ঢাকায় অবস্থানরত পঞ্চগড়বাসীদের সংগঠন ‘ঢাকাস্থ পঞ্চগড়বাসী’ নামক সংগঠন থেকে পঞ্চগড় জেলা সমিতি গঠনের উদ্দেশ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আহ্বায়ক কমিটি জেলার সামাজিক উন্নয়নের পাশাপাশি পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া চালাতে থাকে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর একটি বিশেষ সভায় পূর্ণাঙ্গ পঞ্চগড় জেলা সমিতি ঢাকা গঠিত হলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।