নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে এ পর্যন্ত সবচেয়ে বেশি করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে রাজধানী ঢাকায়। এ শহরে রোগী শনাক্ত হয়েছে ১৯ হাজার ৮৬৩ জন। রাজধানী বাদে ঢাকা জেলার উপজেলাগুলোতে রয়েছে ১ হাজার ৪৩১ জন করোনা রোগী। রাজধানীসহ ঢাকা জেলায় মোট করোনা রোগী ২১ হাজার ২৯৪জন।
ঢাকা জেলা ছাড়া ঢাকা বিভাগের অন্যান্য জেলায় করোনা রোগী আছে ৭ হাজার ৮৭৩জন।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) ওয়েবসাইটে দেওয়া সর্বশেষ ৫ জুনের তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে।
বাংলাদেশের ৬৪টি জেলাতেই করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে ঢাকার পরে এখন চট্টগ্রামে বেশি করোনা রোগী পাওয়া গেছে। চট্টগ্রাম বিভাগে ৬ হাজার ৮২৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সিলেট বিভাগে ১ হাজার ১৬১ জন, রংপুরে ১ হাজার ১০৯ জন, খুলনায় ৭৮৩ জন, ময়মনসিংহ ১ হাজার ১৮৬ জন, বরিশালে ৪৯০ জন এবং রাজশাহী বিভাগে ৯৬৯জন।
বাংলাদেশে প্রাণঘাতী ভাইরাসটিতে শনিবার দুপুর পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ২৬ জন আর মারা গেছেন ৮৪৬ জন।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।