জুমবাংলা ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে দেশব্যাপী এখন পর্যন্ত (২১ এপ্রিল) ৩,৩৮২ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৭ জন। এ পর্যন্ত মারা গেছেন ১১০ জন। দেশে করোনাভাইরাসে আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা মহানগর।
ঢাকা মহানগরীতে আক্রান্তের সংখ্যা ১২২৯ জন। ঢাকার পরেই রয়েছে নারায়ণগঞ্জ। এ জেলায় আক্রান্তের সংখ্যা ৪৬৯।
রাজধানীতে ১২২৯ জনের মধ্যে মিরপুর এলাকায় সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এই এলাকায় ৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া পুরান ঢাকা, মোহাম্মদপুর ও উত্তরা এলাকাও অনেক ঝুঁকিতে রয়েছে।
ঢাকার কোন এলাকায় কতজন করোনায় আক্রান্ত হয়েছেন একনজরে দেখা নেয়া যাক।
এছাড়া মোহাম্মদপুরে ৪৪ জন, ওয়ারীতে ৩০, যাত্রাবাড়ী ২৮, মিটফোর্ড ২৬, লালবাগ ২৩, উত্তরা ২৩, ধানমন্ডি ২৬, টোলারবাগে ১৯, বাসাবোতে ১৭, হাজারীবাগে ১৮, বংশালে ৩১, তেজগাঁওয়ে ২৩, গেন্ডারিয়া ২১, গুলশান ১৯, আজিমপুরে ১৫, রাজারবাগ ৫০, মহাখালী ১২, চকবাজার ৩১, বাবুবাজার ১১, মগবাজার ১১, শাখারীবাজার ২০, গ্রিন রোড ১০, সূত্রাপুর ৯, জুরাইন ৯, বাড্ডা ৮, বনানী ৮, শান্তিনগর ৮, চানখারপুল ৭, শ্যামলী ৭, শাহবাগ ৬, ইস্কাটন ৬, বসুন্ধরা আসাসিক এলাকা ৬, শাহবাগে ৬ জন করে আক্রান্ত হয়েছেন।
আদাবর, জিগাতলা, নাখালপাড়া, লক্ষীবাজার, রমনা ও আগারগাঁওয়ে আক্রান্ত হয়েছেন ৫ জন করে।
চারজন করে আক্রান্ত হয়েছেন কামরাঙ্গীরচর, কোতোয়ালি, নিমতলী ও রামপুরায়।
তিনজন করে আক্রান্ত হয়েছেন বেইলী রোড, গোপীবাগ, জুরাইন, মুগদা, হাতিরপুল, কাজীপাড়া, নারিন্দা, সোয়ারিঘাট ও সিদ্বেশ্বরী এলাকায়।
দুইজন করে আক্রান্তের এলাকা ইসলামপুর, জেলগেট, খিলগাঁও, কল্যাণপুর, কদমতলী নওয়াবগঞ্জ, পরীবাগ, পুরানা পল্টন, মীরহাজিরবাগ, সবুজবাগ ও শাহ আলী বাগ।
এছাড়া আরমানিটোলা, আশকোনা, বানিয়ানগর, বেগুনবাড়ি, বেড়িবাঁধ, বকশিবাজার, বেগমবাজার, বসিলা, বুয়েট এলাকা, ঢাকেশ্বরী, কারওয়ান বাজার, কলটাবাজার, কচুক্ষেত. দয়াগঞ্জ, ফার্মগেট, খিলক্ষেত, ক্যান্টনমেন্ট, কুড়িল, সেন্ট্রাল রোড, গোরান, হাতিরঝিল, মতিঝিল, সদরঘাট, শেখেরটেক, শ্যাওড়াপাড়া, সায়েদাবাদ, তেজতুরিবাজার, শনির আখড়া সায়েন্সল্যাব, নিকুঞ্জ, রায়েরবাগ, রাজাবাজার, রায়েরবাজার, শান্তিবাগ, শ্যামপুর, মালিটোলা, মোহনপুর, উর্দু রোড, ভাটারা ও নওয়াবপুরে একজন করে আক্রান্ত হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।