স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য এরই মধ্যে ঢাকায় এসে পৌঁছে গেছে পাকিস্তান ক্রিকেট দল। তবে দলের সঙ্গে আসতে পারেননি অধিনায়ক বাবর আজম এবং অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। আজ মঙ্গলবার তারাও চলে এসেছেন ঢাকায়।
দুবাই থেকে আজ সকালে ঢাকা পৌঁছেছেন বাবর ও মালিক। কোভিড টেস্টে নেগেটিভ আসার পর এই দুই ক্রিকেটার দলের সঙ্গে যোগ দিতে পারবেন। বাংলাদেশ সফরে কোনো ওয়ানডে না খেললেও টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান।
আগামী ১৯, ২০ ও ২২ নভেম্বর হবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ। এরপর হবে টেস্ট সিরিজ। বিশ্বকাপের স্কোয়াডে মাত্র একটি পরিবর্তন এনেছে পাকিস্তান। মোহাম্মদ হাফিজের জায়গায় নেওয়া হয়েছে ইফতিখার আহমেদকে। এছাড়া বিশ্বকাপ দলের বাকি সবাই থাকছেন বাংলাদেশ সফরের দলে।
দুর্দান্ত ফর্মে রয়েছেন বাবর ও শোয়েব। পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিলেও বাবর এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। ৬ ম্যাচে ৬০.৬০ গড়ে তিনি করেছেন ৩০৩ রান। হাঁকিয়েছেন চারটি ফিফটিও। অন্যদিকে, খুব বেশি ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ না পেলেও স্কটিশদের বিপক্ষে ১৮ বলে অর্ধশত হাঁকিয়েছেন শোয়েব, হয়েছিলেন ম্যাচসেরাও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।