নিজস্ব প্রতিবেদক: দেশে এসে পৌঁছেছে অবিভক্ত ঢাকা সিটির সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মরদেহ।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৮ টা ২৬ মিনিটে অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে খোকার মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
সাবেক মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী এবং ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি খোকা গত সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহ্যাটেনে মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
দেশে সাবেক সংসদ সদস্য খোকার প্রথম নামাজে জানাযা আগামীকাল আজ সকাল ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এদিন মরহুমের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১২ থেকে বেলা ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। বাদ যোহর নয়াপল্টন্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আরেক দফা নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) খোকার মরদেহ নিয়ে যাওয়া হবে এবং সেখানে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। নামাজে জানাযা শেষে মরহুমের নিজ বাসভবনে মরদেহ নিয়ে যাওয়া হবে।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার পূর্ণ দিবস ডিএসসিসি অফিস ছুটি ঘোষণা করেছে।
অবিভক্ত সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কর্পোরেশনের প্রচলিত নিয়ম অনুযায়ী এই অফিস ছুটি ঘোষণা করা হয়। ফলে বৃহস্পতিবার কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনসহ আঞ্চলিক কার্যালয়সমূহ বন্ধ থাকবে। তবে জরুরী সেবাসমূহ এই ছুটির আওতামুক্ত থাকবে বলে ডিএসসিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে বর্তমান মেয়র মোহাম্মদ সাঈদ খোকন মরহুমের রুহের মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel