ঢাকায় বসে নাইজেরিয়ান নাগরিকের প্রতারণার ফাঁদ

অস্ট্রেলিয়ার তরুণী

জুমবাংলা ডেস্ক : অনলাইন ডেটিং অ্যাপে পরিচয়ের সূত্র ধরে ঢাকায় এসে এক অস্ট্রেলিয়ার তরুণী প্রতারিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সেউ তরুণীর নাম কেইলাহ জেন সোমার্স (২৪)। বাংলাদেশে অবস্থান করা নাইজেরিয়ার তরুণ জর্জ একপুনবির সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু সেই জর্জ কেইলার টাকা চুরি করে পালিয়েছেন।

অস্ট্রেলিয়ার তরুণী

জর্জ নিজের মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণার ফাঁদ পেতেছিলেন বলে দাবি কেইলার। তিনি জর্জের বিচার দাবি করেছেন। কেইলাহ জানান, গত ৩০ নভেম্বর তিনি ঢাকায় আসেন। মিরপুরে জর্জের ভাড়া বাসায় ওঠেন তিনি। গত ১৪ ফেব্রুয়ারি তাদের বিয়ে হওয়ার কথা থাকলেও পালিয়ে গেছেন জর্জ।

কেইলাহ বলেন, ‘প্রথমে ভেবেছিলাম অস্ট্রেলিয়া ফিরে যাব। সেই ভাবনা থেকে ঢাকায় অস্ট্রেলিয়ান দূতাবাসে যোগাযোগ করি। তারা বিমান ভাড়া ও যাতায়াত খরচ বাবদ আমাকে আড়াই হাজার ডলার ঋণ দেয়। কিন্তু এরপর আমি বাংলাদেশেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিই। বর্তমানে দূতাবাসের দেওয়া ঋণ অর্থ দিয়েই চলছি।’ (কালের কণ্ঠের সৌজন্যে)