জুমবাংলা ডেস্ক : শুক্রবার সকাল থেকে ভারী বর্ষণের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এটি নিরসনে কাজ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫ হাজারের বেশি পরিচ্ছন্নতাকর্মী ও ১০টি কুইক রেসপন্স টিম (কিউআরটি)।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্রুত পানি নিষ্কাশন নিশ্চিত করতে ১০ জন সদস্য নিয়ে গঠিত ১০টি কিউআরটি ১০টি ভিন্ন ভিন্ন এলাকায় কাজ করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যান চলাচলের সুবিধার্থে দ্রুত পানি সরাতে কল্যাণপুরে পাঁচটি পাম্প সকাল থেকে একযোগে কাজ করছে। দুপুর ১২টা পর্যন্ত বেশ কয়েকটি রাস্তায় জমে যাওয়া পানি সরানো সম্ভব হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, সকাল ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ঢাকায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
জলাবদ্ধতা দেখা দিলে ডিএনসিসির হটলাইন ১৬১০৬ নম্বরে ডায়াল করে জানাতে বাসিন্দাদের অনুরোধ করা হয়েছে যাতে কিউআরটি তাৎক্ষণিকভাবে সাড়া দিতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মেয়র মো. আতিকুল ইসলামের নির্দেশে সকাল থেকে প্রকৌশল ও বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিভাগ সচল রাখা হয়েছে।
জলাবদ্ধতা পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণে রেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।