স্পোর্টস ডেস্ক: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বিদায় নিলেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। সংক্ষিপ্ত এই সফরে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং মাশরাফির সঙ্গে আড্ডা দেন তিনি। মার্টিনেজকে এক নজর দেখতে আগ্রহী ছিলেন অনেকেই। তবে কঠোর নিরাপত্তায় সে সুযোগ হয়নি। কয়েক ঘণ্টার সফরে মন ভরেনি বিশ্বকাপজয়ী গোলকিপারেরও। ফের আসতে চান পুরো দল নিয়ে, খেলতে চান ফুটবল ম্যাচও।
মাত্র ১১ ঘন্টার জন্য ভোড় সাড়ে পাঁচটায় ঢাকায় পা রাখেন এমিলিয়ানো মার্টিনেজ। এয়ারপোর্ট থেকে সোজা চলে যান ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে। কঠোর নিরাপত্তায় লোকচক্ষুর আড়ালে থেকেই ঢুকে যান নিজের রুমে।
এরপর সোজা চলে আসেন তার স্পন্সর প্রতিষ্ঠানে। এখানেও কারোর সাথে দেখা করেননি মার্টিনেজ। গণমাধ্যমের সামনেও আনা হয়নি তাকে। দেখা না পেরে হতাশা প্রকাশ করেছেন সাধারণ মানুষ।
তবে অনেকেই সাক্ষাৎ পেয়েছেন মার্টিনেজের। নিজেকে সৌভাগ্যবান বলছেন এই ভক্তরা।
তার সাথে সাক্ষাৎ করেছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। মার্টিনেজ বাংলাদেশে আসায় নিজের খুশুর কথা জানান আইসিটি প্রতিমন্ত্রী।
সেখান থেকে ৩টার দিকে সোজা চলে যান প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানে সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীকে অটোগ্রাফসহ আর্জেন্টিনার জার্সি উপহার দেন তিনি। সাক্ষাৎ শেষেই কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জয়ী মার্টিনেজ কলকাতার উদ্দেশে রওনা দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।