স্পোর্টস ডেস্ক: সফরকারী পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজের দ্বিতীয় ম্যাচটি শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। ঢাকা টেস্টের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা টেস্টের জন্য দল ঘোষণা করা হয়। ক্রিকেট বোর্ডের ঘোষিত সেই দলে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও তারকা পেসার তাসকিন আহমেদ। দুজনেই ইনজুরির কারণে চট্টগ্রাম টেস্টে খেলতে পারেননি। চট্টগ্রাম টেস্টের দল থেকে কেউ বাদ পড়েননি।
ইনজুরির কারণে চট্টগ্রাম টেস্টে খেলতে পারেননি তাসকিন আহমেদ। বিশ্বকাপে চোট পেয়ে দল থেকে ছিটকে যাওয়া সাকিব ঢাকা টেস্টের মধ্য দিয়ে দলে ফিরছেন। চট্টগ্রাম টেস্টের স্কোয়াডেও ছিলেন সাকিব। তবে বিসিবি ওইসময় দল ঘোষণায় জানিয়েছিল, বাঁহাতি অলরাউন্ডারের খেলা নির্ভর করছে ফিটনেসের অবস্থার ওপর। হ্যামস্ট্রিং চোট কাটিয়ে পুরোপুরি সেরে উঠতে না পারায় শেষ পর্যন্ত সাকিব খেলতে পারেননি চট্টগ্রামের প্রথম টেস্ট। তবে পাকিস্তানের বিপক্ষে ঢাকার দ্বিতীয় টেস্টে ‘ফিট’ সার্টিফিকেট নিয়েই দলে আছেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে বাংলাদেশ স্কোয়াডে নতুন মুখ মোহাম্মদ নাঈম শেখ। জাতীয় দলের হয়ে ৩২টি টি-টোয়েন্টি আর ২টি ওয়ানডে ম্যাচ খেলার পর টেস্টে অভিষেকের অপেক্ষায় এ তরুণ ওপেনার।
আগামী ৪ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে।
উল্লেখ্য, চট্টগ্রাম টেস্টে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। পঞ্চম ও শেষ দিনের প্রথম সেশনেই ম্যাচ শেষ করে দিয়েছে পাকিস্তান। ২০২ রানের লক্ষ্য কেবল দুই ওপেরকে হারিয়েই ছুঁয়ে ফেলেছে বাবর আজমের দল।
৯১ রান করে আবিদ আলির বিদায়ের পর অবিচ্ছিন্ন ৩৩ রানের জুটিতে বাকিটা সেরেছেন বাবর আজম ও আজহার আলি।
চট্টগ্রাম টেস্ট ৮ উইকেটে জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় জয় পেয়েছে পাকিস্তান। সঙ্গে এগিয়ে গেছে দুই ম্যাচের সিরিজে।
পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে বাংলাদেশ দল: মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), সাদমান ইসলাম অনিক, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহী, নাইম হাসান, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রেজা, খালেদ আহমেদ, শহিদুল ইসলাম ও মোহাম্মদ নাঈম শেখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।