জুমবাংলা ডেস্ক : ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বিকেল থেকেই চট্টগ্রাম কক্সবাজার ও বরিশাল থেকে সব ফ্লাইট বন্ধ করে দেওয়া হচ্ছে। বিমানের দুবাইগামী একটি ফ্লাইট একই কারণে এগিয়ে নেওয়া হয়েছে। সন্ধ্যার পর ঢাকা থেকে চট্টগ্রামগামী বিমানের ২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আকাশপথে বেসরকারি ফ্লাইটগুলোও বাতিল হয়ে গেছে। বিকেলে ঢাকা থেকে কক্সবাজারগামী নভোএয়ারের একটি ফ্লাইটে যাত্রী তুলে আবার নামিয়ে আনা হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) বিকেল তিনটার পর থেকে চট্টগ্রাম-কক্সবাজার বরিশাল বিমানবন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হচ্ছে। সন্ধ্যার পর ঢাকা থেকে চট্টগ্রামগামী বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট বিজি ৪১৫ ও ৪১৬ বাতিল করা হয়েছে।
বেসরকারি ফ্লাইট পরিচালনাকারি নভোএয়ারের একজন কর্মকর্তা জানান, তাদের কক্সবাজারগামী একটি ফ্লাইট ঢাকা থেকে যাত্রী তুলেও নামিয়ে আনা হয়েছে। আবার কক্সবাজার থেকেও ঢাকাগামী কোনো ফ্লাইট আসছে না। তবে সন্ধ্যায় ঢাকা থেকে যশোরের উদ্দেশে নভোএয়ারের ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।