জুমবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় “জয় বাংলা” স্লোগান দেওয়ায় পাঁচজনকে আটক করে পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে ঢাবির মল চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করার পর পুরোনো একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর। তিনি বলেন, “আটকদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পুরোনো একটি মামলায় যে মামলায় তারা সম্পৃক্ত ছিল, ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।”
এদিকে “জয় বাংলা” স্লোগান দেওয়ার পর ছাত্রদলের নেতাকর্মীদের হাতে আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদের একটি ভিডিও পাওয়া গেছে। ভিডিওতে দেখা গেছে, ছাত্রদলের এক নেতা অভিযুক্ত পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করছেন। এ সময় তাদের সঙ্গে পুলিশও ছিল। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অভিযুক্তদের মধ্যে একজন স্লোগান দেওয়ার কথা স্বীকার করেন।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



