সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গুলশান মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মো. হাফিজুর রহমান জানিয়েছেন, শাহেদের বিরুদ্ধে মিরপুর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে একটি হত্যা মামলা রয়েছে। এর সঙ্গে গুলশান থানায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলাও দায়ের রয়েছে।
উল্লেখ্য, ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল মজুমদারকে ২০২৪ সালের ১৯ অক্টোবর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
শাহেদ আহমেদ মজুমদারের গ্রেপ্তারের ঘটনায় সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে তদন্ত অব্যাহত রয়েছে। সূত্রের খবর অনুযায়ী, প্রাপ্ত তথ্য ও সাক্ষ্য নির্ভর করে মামলার পরবর্তী ধাপ নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।