জুমবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল এলাকায় ছবি তোলার কথা বলে অভিনব কৌশলে একটি মোটরসাইকেল চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। একই সঙ্গে চুরি যাওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকালে বরিশাল জেলার বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মো. সজিব খান (২৪)-কে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল সকাল ১০টার দিকে কার্জন হলের সামনে মো. শামীম নামের এক ব্যক্তি তার ব্যবহৃত কালো রঙের হোন্ডা এক্স ব্লেড মোটরসাইকেল নিয়ে অবস্থান করছিলেন। এ সময় সজিব এসে মোটরসাইকেলটি তার পছন্দ হয়েছে বলে ছবি তোলার জন্য শামীমের কাছে চাবি চান। সরল বিশ্বাসে শামীম চাবি দিলে, সজিব তাকে অনুরোধ করেন মোটরসাইকেলসহ তার ছবি ও ভিডিও ধারণ করতে। শামীম যখন ভিডিও ধারণে ব্যস্ত, সেই সুযোগে সজিব কৌশলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় শামীমের অভিযোগের ভিত্তিতে শাহবাগ থানায় একটি মামলা করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সজিবের অবস্থান শনাক্ত করে পুলিশ। এরপর শনিবার সকালে অভিযান চালিয়ে তাকে বরিশালে গ্রেপ্তার করা হয় এবং চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ ৩৩ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিব নিজেকে একজন পেশাদার চোর বলে স্বীকার করেছেন। তিনি পূর্বেও একাধিকবার চুরি ও বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন।
এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম জানান, “গ্রেপ্তার হওয়া সজিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।